Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২০

ডেসকো সংবাদ

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর সামাজিক দায়বদ্ধতার আওতায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল এবং কুয়েত বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালকে “এন-৯৫ ৩এম ৮২১০” মাস্ক প্রদান করা হয়েছে। ডেসকো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোছাঃ মাকছুদা খাতুন ১৩/৯/২০২০ তারিখে ডেসকো’র বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উল্লিখিত ৩টি হাসপাতালের প্রতিটিকে ৬০০টি করে “এন-৯৫ ৩এম ৮২১০” মাস্ক হস্তান্তর করেন। মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী, নির্বাহী পরিচালক (এইচআর) ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবুদল্লাহ আল মাসুদ চৌধুরী, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম ও অন্যান্য নির্বাহী পরিচালকগণসহ ডেসকো’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং হাসাপাতালসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০১/০৯/২০২০ তারিখে ডেসকোর পক্ষে বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব ড. সুলতান আহমেদ সরকারি কর্মচারি হাসপাতাল এ সরবরাহের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব শেখ ইউসুফ হারুন এর নিকট ৬০০টি “এন-৯৫ ৩এম ৮২১০” মাস্ক হস্তান্তর করেন।

 


দেশে চলমান করোনা মহামারীর মাঝে হানা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে বিপর্যস্ত হচ্ছে অর্থনীতি ও জনজীবন। বিশেষকরে সমাজের কর্মহীন দু:স্হ ও অসহায় মানুষেরা দুর্বিষহ ও অনিশ্চিত সময় অতিবাহিত করছে। এই গরীব দু:খি মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলার এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) অর্থায়নে ডেসকো'র পরিচালনা বোর্ডের সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ খাদ্যসামগ্রী বিতরণ করেন।